উপকরণ

  • আলু ৪/৫ টি,
  • পাউরুটি ৫ পিস,
  • কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ,
  •  লবণ পরিমাণমতো,
  •  পানি পরিমাণমতো (পাউরুটি ভেজানোর জন্য)
  • তেল ভাজার জন্য,
  • জুসের পাইপ (চোখ বানানোর জন্য)
  • স্যুপের চামচ (স্মাইল বানানোর জন্য)।

প্রণালী

প্রথমে ভালোভাবে আলু সেদ্ধ করে নিন। একটি বাটিতে সেদ্ধ আলু ভালোভানে ভেঙে নিতে হবে যেন দানা না থাকে। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পাউরুটিগুলো একসাথে ভিজিয়ে নিতে হবে। দুই হাত দিয়ে চেপে পানি ফেলে দিতে হবে যেন পাউরুটি থেকে সব পানি ঝরে যায়। পাউরুটিগুলো হাত দিয়ে ভেঙে মাখানো আলুর উপর দিতে হবে। এরপর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। চাইলে মরিচ, চিনি (পছন্দ অনুযায়ী) এসবও দেয়া যাবে যদি ঝাল বা মিষ্টি খেতে চান।



শেয়ার করুন
Facebook Google+ Twitter