প্রথমে প্যানে সামান্য তেল দিয়ে গরম করে এতে জিরা দিয়ে নেড়ে নিন। এরপর এতে দিন পেঁয়াজ কুচি। খানিকক্ষণ নেড়ে এতে ক্যাপসিকাম কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত নেড়ে ভাজতে থাকুন।
এরপর পেঁয়াজ ও ক্যাপসিকাম নরম হয়ে এলে এতে আলু, পনির, লবণ, ধনে পাতা, কাঁচা মরিচ, লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে ভাজতে থাকুন। সব উপকরণ সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন।
একটি ছোটো বাটিতে ময়দা বা আটার সাথে পানি মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এটি আঠা হিসেবে কাজ করবে।
এবার অন্থন/সমুচা/স্প্রিং রোলের শিট নিয়ে অথবা পাতলা করে রুটি বেলে মাঝারি চারকোণা করে কেটে নিন। রুটির ঠিক মাঝে ১ চা চামচ পরিমাণ সবজি দিন। এরপর রুটিটি মাঝে ভাঁজ করে ত্রিভুজ আকারে করে প্রতিটি সাইড আঠা দিয়ে আটকে দিন।
আবার ত্রিভুজের ছড়ানো দুই কোণাতে আঠা মাখিয়ে একসাথে লাগিয়ে পাউচের মতো তৈরি করে নিন। এভাবে প্রতিটি পাউচ বানিয়ে নিন।
এবার ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করুন প্যানে এবং লালচে করে মুচমুচে করে ভেজে তুলে নিন।
ব্যস, এবার বিকেলের নাস্তায় গরম গরম মজা নিন।