উপকরণ

  • ডিম ২ টি
  • চালের গুড়া ১ ১/২ কাপ
  • ময়দা ১/২ কাপ
  • চিনি ৩/৪ কাপ
  • তেল ৩/৪ কাপ
  • লবন ১ চিমটি
  • বেকিং পাউডার ১ চিমটি (ইচ্ছিক)
  • তেল ১/২ ভাজার জন্য
     

প্রণালি

প্রথমে ডিম ভেঙে একটি বোলে নিয়ে নিন, এতে তেল, চিনি, লবন ও বেকিং পাউডার মিলিয়ে ভালো করে মিশিয়ে নিন যেন চিনি গলে যায় ।

এই মিশ্রণে এবার অল্প অল্প করে চালের গুঁড়া ও ময়দা দিয়ে শক্ত ডো বানাতে হবে অনেকটা কুকি ডো’র মত হবে । ডিমের পরিমাণ অনুযায়ী ময়দা ও চালের গুঁড়ার পরিমাণ কম বেশি হতে পারে ।

এবার তেল মাখানো পিঁড়িতে এই ডো দিয়ে ১ /৪ ইঞ্চি উচ্চতার রুটি বেলে নিন, বিভিন্ন রকম কুকি কাটার দিয়ে পিঠা কেটে নিন ।

পিঠা ডুবো তেলে সোনালী করে ভেজে নিন ।

এই পিঠা এয়ার টাইট বয়ামে ভরে রাখলে ১০-১৫ দিন ভালো থাকবে ।



শেয়ার করুন
Facebook Google+ Twitter