উপকরণ

 

    খামির তৈরি

  • ময়দা: ২০০ গ্রাম
  • ইস্ট: চা চামচ
  • ডিম: টি
  • বেকিং পাউডার: / চা চামচ
  • মাখন: ৫০ গ্রাম
  • লবণ: পরিমাণমতো
  • কুসুম গরম পানি: মাখানোর জন্য

    পিৎজা টপিং এর জন্য

  • খোসা বীজ ছাড়া টমেটো কুচি: দেড় কাপ
  • মাশরুম কুচি: / কাপ
  • রসুন কুচি: টেঃ চামচ
  • গাজর কুচি: / কাপ
  • ওরিগ্যানো: চা চামচ
  • লেবুর রস: টেঃ চামচ
  • স্বাদলবণ: / চা চামচ
  • উস্টার সস: টেঃ চামচ
  • চিনি: চা চামচ
  • অলিভ অয়েল: টেঃ চামচ
  • পারমুজান চিজ বা পনির গুঁড়া: কাপ
  • মোজারেলা চিজ গ্রেটেড: কাপ
  • ব্ল্যাক অলিভ: ১০-১২ টি

প্রণালি

  • খামীর তৈরি
  • সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে মথে কুসুম গরম পানি দিয়ে আরো মথে তাল পাকিয়ে গরম জায়গায় ঘন্টা ঢেকে রাখতে হবে।
  • খামির বের করে ১০ ইঞ্চি প্যানের আকারে রুটি বেলে ১০ মিনিট চুলার পাশে রেখে প্রিহিটেড ওভেনে ২০০ ডিগ্রী সেলসিয়াসে ১০ থেকে ১৫ মিনিট বেক করতে হবে।

 

  • টপিং সাজানো
  • রসুন অলিভ অয়েলে দিয়ে ভেজে তার মধ্যে গাজর কুচি টমেটো কুচি দিয়ে কড়া তাপে - মিনিট জ্বাল দিয়ে পরে উস্টার সস, স্বাদলবণ, চিনি দিয়ে ভুনে নামাতে হবে।
  • বেক করা রুটিতে সস দিয়ে বিছিয়ে পরে পারমুজান চিজ গুঁড়া ছিটিয়ে ব্ল্যাক অলিভ বিছিয়ে মোজারেলা চিজ দিয়ে ঢেকে দিতে হবে।
  • মাশরুম কুচি লেবুর রস উপরে ছিটিয়ে দিয়ে ২০০ ডিগ্রী সন্টিগ্রেড তাপে ওভেনে বেক করতে হবে ১৫-২০ মিনিট।
  • ইটালিয়ান পিৎজাতে টপিং হিসেবে মাংসের কিমা বা মাছের (টুনা জাতীয় মাছ) কিমা দিয়ে তৈরি করা যায়

 



শেয়ার করুন
Facebook Google+ Twitter