উপকরণ

  • ময়দাঃ কাপ
  • ডিমঃ ১টি
  • ঈস্টঃ টেবিল চামচ
  • দুধঃ / কাপ
  • লবনঃ / চা চামচ
  • চিনিঃ টেবিল চামচ
  • তেলঃ / কাপ
  • বিফ প্য়াটির জন্য়
  • বিফ কিমাঃ কাপ
  • ডিমঃ ২টা
  • পাওরুটিঃ টা ভিজিয়ে চিপে নেয়া
  • আদা পেস্টঃ চা চামচ
  • রসুন পেস্টঃ চা চামচ
  • কাচা মরিচঃ টা
  • লবনঃ স্বাদমতো
  • সয়া সসঃ টেবিল চামচ
  • গোল মরিচ গুড়াঃ / চা.চা
  • জিরা গুড়াঃ / চা চামচ

প্রণালি

  • বান তৈরি
    • প্রথমে চিনি আর লবন একটা পাত্রে নিয়ে তাতে ইস্ট দিয়ে দিতে হবে।
    • এতে অল্প দুধ দিয়ে নাড়তে হবে। দুধ টা অবশ্যই কুসুম গরম হতে হবে।
    • মিশ্রণটি ১০মিনিট রেখে দিতে হবে।
    • একটি পাত্রে ময়দা নিয়ে তাতে তেল ঢেলে ভালভাবে হাত দিএ মিশিয়ে নিতে হবে।
    • এরপর ডিম ফেটে নিয়ে হাফ চামচ ডিম বাকি রেখে পুরো ডিম ময়দা তে দিয়ে ভালভাবে মিশিয়ে তাতে ঈস্ট এর মিশ্রণ এবং বাকি দুধটুকু দিয়ে ভালোভাবে মথে ডো বানাতে হবে।
    • হাতে সামান্য তেল নিয়া ডো তে লাগিয়ে ঘণ্টা গরম জায়গাতে ঢেকে রাখতে হবে।
    • ঘণ্টা পর ডো ফুলে ডাবল হলে হাত দিয়ে একটু মেখে ভাগ করে নিতে হবে এবং বান এর শেপ দিতে হবে।
    • / থেকে ইঞ্চি মোটা রাখতে হবে।
    • এর পর বেকিং ট্রে তে তেল মাখিয়ে ডো গুলি আবারো ৩০মিনিট ঢেকে রাখতে হবে।
    • ৩০ মিনিট পর ডো গুলিতে রেখে দেয়া ডিম ব্রাশ করে নিতে হবে।
    • ওভেন প্রি হিট করে ১৯৫ ডিগ্রী সেলসিয়াস বা ৩৮০ ডিগ্রী ফারেনহাইটে ১৫ মিনিট বেক করতে হবে।
  • প্য়াটি তৈরি
    • কিমার সাথে সব একে একে মিশিয়ে নিয়ে / ইঞ্চি মত মোটা গোল শেপ করে সামান্য তেল ভাজতে হবে।
  • বার্গার তৈরি
    • এরপর বার্গার এর বান হাফ করে কেটে তাওয়াতে হাল্কা সেকে নিতে হবে।
    • এখন বান প্রথমে মেওনেজ সামান্য টমেটো সস দিএ,লেটুস পাতা,শশা, টমেটো স্লাইস বিফ পেটি দিয়ে উপরে বান দিয়ে একটা তুথপিক অথবা সাশলিক কাঠি দিয়ে গেঁথে নিতে হবে।
  • হয়ে গেল হোমমেইড বিফ বার্গার।
·

 



শেয়ার করুন
Facebook Google+ Twitter