রেইনবো ক্যারামেল পুডিং

ঈদ এর খুশি

রেইনবো ক্যারামেল পুডিং
রেইনবো ক্যারামেল পুডিং

উপকরণ

  • তরল দুধ ১ কাপ
  • ডিম ৬ টি
  • চিনি স্বাদমত (অপশনাল)
  • ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ
  • কনডেন্স মিল্ক ১ টি
  • গুড়ো দুধ ৩ টেবিল চামচ (অপশনাল)
  • ফুড কালার
  • ক্যারামেল এর জন্যঃ
  • চিনি- ৪ টেবিল চামচ
  • পানি- ১ টেবিল চামচ

প্রনালি

প্রথমে একটি পাত্রে ডিমগুলো ফাটিয়ে নিয়ে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে...তারপর কনডেন্স মিল্ক ও গুড়া দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে মসৃণ বেটার তৈরি করে নিতে হবে...এবার তরল দুধটা এর সাথে মিশিয়ে নিতে হবে এবং তাতে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে...নরমালি কনডেন্স মিল্ক দিয়ে পুডিং করলে এক্সট্রা চিনি লাগে না, তবুও যদি কারো লাগে তাহলে ২-১ চামচ দিতে পারে....এবার পুরো ব্যাটারটা সমান তিনভাগে ভাগ করে নিতে হবে, যার একটি থাকবে রেগুলার পুডিং এর কালার, আর বাকি দুইটিতে ২/৩ ফোঁটা করে ফুড কালার এড করতে হবে....তারপর ক্যারামেল করে রাখা বাটিতে একটি ছাকনি দিয়ে পুডিং এর কালারের বেটারটি ছেঁকে দিয়ে দিতে হবে...তারপর চুলায় বড় কোন পাতিল বা সসপ্যান বসিয়ে তার উপর পাতিল রাখার তিনকোনা একটি খুটি বসিয়ে সসপ্যানের মধ্যে ৩/৩.৫ কাপ পানি দিয়ে দিতে হবে, পানির পরিমাণ এমন হতে হবে যাতে পুডিং এর পাত্রের ৪ ভাগের ১ ভাগ অংশ পর্যন্ত পানি থাকে, বাটি টা বসানোর পর ঢাকনা দিয়ে কিছু দিয়ে চাপ দিয়ে অল্প আঁচে পুডিং হতে দিতে হবে, এতে করে পানি ফুটলেও বাটি নড়বে না এবং পুডিং এর শেপ সুন্দর থাকবে, সসপ্যানের ঢাকনায় যদি কোন ফুঁটো থাকে তাহলে তা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে, এভাবে ১৫ মিনিটের মত পুডিং টি কুক হওয়ার জন্য সময় দিতে হবে...তারপর বাটি টি আস্তে করে বের করে হাত দিয়ে চেক করতে হবে যে ব্যাটার টা হাতের সাথে উঠে আসে কিনা, যদি না ওঠে তখন খুবই আস্তে আস্তে ছেঁকে আরেকটি কালারের ব্যাটার দিয়ে দিতে হবে এবং ঢাকনা লাগিয়ে আবার বাটি টি সসপ্যানে দিয়ে দিতে হবে, একই ভাবে ১৫ মিনিট পর আরেকটি কালারের ব্যাটার ও দিয়ে দিতে হবে, এভাবে একে একে তিনটি লেয়ার হয়ে যাবে, মনে রাখতে হবে কোন লেয়ারই একদম পুরোপুরি কুকড করে নেয়া যাবে না, এতে করে পুডিং পিস করার পর লেয়ারগুলো আলাদা হয়ে যাবার সম্ভাবনা থাকে, হাল্কা কুকড হওয়ার পর লেয়ার করলে লেয়ারগুলো একটি আরেকটির সাথে সুন্দর জয়েন্ট হয়ে থাকে....এভাবে ঘড়ি ধরে মোট ৪০/৪৫ মিনিট পর সসপ্যান টি নামিয়ে নিতে হবে...তারপর বাটি টি ঠান্ডা হলে ২/৩ ঘন্টা ফ্রিজে রাখতে হবে পুডিং সেট হবার জন্য...তারপর ফ্রিজ থেকে বের করে ঝটপট খেয়ে ফেলুন মজাদার রেইনবো ক্যারামেল পুডিং 😊
ক্যারামেল তৈরীঃ
যে বাটিতে পুডিং করবেন তা হালকা আঁচে চুলার উপর দিয়ে তাতে ৪ চামচ চিনি ও ১ চামচ পানি দিয়ে আস্তে আস্তে জ্বাল করতে হবে যতক্ষণ একটা সুন্দর গোল্ডেন টাইপ কালার না আসে, কালার চলে আসলেই নামিয়ে ফেলতে হবে, মনে রাখতে হবে ক্যারামেল বেশি কড়া হলে কিন্তু পুডিং খেতে তিতা লাগবে....তারপর বাটি টি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।



শেয়ার করুন
Facebook Google+ Twitter