উপকরণ

  • মটর শুটি-১কাপ
  • আলু কিউব করে কাটা-১কাপ
  • টমেটো কিউব করে কাটা-১টি
  • ধনেপাতা কুচি-১/৩কাপ
  • কাচামরিচ কুচি-৩/৪ টি
  • পিয়াজ কুচি-১টি
  • আদা বাটা-১/২ টে, চামচ
  • হলুদ গুড়া-১/২ টে চামচ
  • মরিচ গুড়া-১/৩চামচ
  • জিরা গুড়া-১/২চামচ
  • চাট মসলা-১/৪ চামচ
  • লবন-সাধমত
  • তেল-৩ টে চামচ

প্রণালী

প্রথমে আলু এবং মটরশুঁটি সিদ্ধ করে নিতে হবে।(আপনারা চাইলে একসাথে ও করতে পারেন)।
একটি পেনে তেল দিয়ে এতে পিয়াজ দিয়ে একে একে সব মসলা দিয়ে কষাতে হবে।
এবার সামান্য পানি দিয়ে এতে টমেটো, আলু ও মটরশুঁটি দিয়ে নাড়তে হবে।পানি শুকিয়ে এলে ধনেপাতা ও কাচামরিচ দিয়ে পরিবেশন করতে হবে।



শেয়ার করুন
Facebook Google+ Twitter