হট এন্ড সাওয়ার প্রণ সুপ

সূপ

হট এন্ড সাওয়ার প্রণ সুপ
হট এন্ড সাওয়ার প্রণ সুপ

উপকরণ

  • চিংড়িঃ ৫০০ গ্রাম (হাফ কেজি)
  • লেবুর পাতা কুচিঃ টি
  • কাঁচামরিচঃ - টি
  • রসুন কোয়াঃ টি
  • ধনেপাতা ডাঁটাঃ চা চামচ
  • সয়াবিন তেলঃ টেঃ চামচ
  • ধনেপাতা কুচিঃ টেঃ চামচ
  • ফিশ সসঃ টেঃ চামচ
  • গোলমরিচ গুঁড়াঃ / চা চামচ
  • আদা (পাতলা স্লাইস): চা চামচ
  • শুকনা মরিচঃ টি
  • লেবুর রসঃ টেঃ চামচ
  • স্বাদলবণঃ / চা চামচ
  • চিনিঃ চা চামচ
  • লবণঃ পরিমাণমতো

প্রণালি

  • চিংড়ি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে খোসা চিংড়ি আলাদা করে রাখতে হবে।
  • রসুন, ধনেপাতার ডাঁটা, গোলমরিচ একসাথে বেটে নিতে হবে।
  • শুকনা মরিচ কাঁচামরিচ গোল পাতলা কুচি করে কাটতে হবে।
  • টেঃ চামচ তেল গরম করে চিংড়ির মাথা খোসা মিনিট অল্প আঁচে ভেজে ১০ কাপ গরম পানি দিয়ে অল্প জ্বালে ১০-১২ মিনিট ফুটাতে হবে।
  • স্টক ছেঁকে নিতে হবে।
  • টেঃ চামচ তেল গরম করে / কাপ চিংড়ি কুচি অল্প আঁচে ভেজে স্টক ঢেলে দিতে হবে।
  • আদা বাটা মশলা দিতে হবে।
  • সমস্ত উপকরণ পর্যায়ক্রমে দিয়ে গরম সুপ থাই হট সস টমেটো সসের সাথে পরিবেশন করতে হবে।



শেয়ার করুন
Facebook Google+ Twitter