উপকরণ
- হাড়সহ মুরগির মাংস ১ কাপ
- আদা, রসুন ছেচা - ১ চা চামচ
- আস্ত গোল মরিচঃ ১/২ চা চামচ
- পেঁয়াজঃ ৪ টুকরা
- লবণঃ পরিমাণমতো
- পানিঃ ১ লিটার
- মেরিনেশনের জন্য
- চিংড়ি মাছঃ ১/২ কাপ
- মুরগির মাংস, লম্বা করে কাটাঃ ১/২ কাপ
- তেলঃ ১ টে চামচ
- আদা-রসুন বাটাঃ ১ চা চামচ
- সাদা গোলমরিচ গুঁড়াঃ ১/২ চা চামচ
- পাপড়িকা অথবা মরিচের গুঁড়াঃ ১/২ চা চামচ
- লবণঃ পরিমাণমতো
- অন্য়ান্য উপকরণ
- চিকেন স্টকঃ ৪ কাপ
- তেলঃ ১ টেঃ চামচ
- চিলি সসঃ ৩ টেঃ চামচ
- ভিনেগারঃ ১ টেঃ চামচ
- সয়াসসঃ ২ টেঃ চামচ
- লেমন গ্রাসঃ ৪ টি
- ডিমের কুসুমঃ ২ টি
- কাঁচামরিচ ফালিঃ ৫ টি
- কর্ণফ্লাওয়ারঃ ৪ টেঃ চামচ
- টেস্টিং সল্টঃ ১ চা চামচ
- লেবুর রসঃ ২ টেঃ চামচ
- আদা-রসুন বাটাঃ ১ টেঃ চামচ
- পেঁয়াজঃ ৪ টুকরা (১ টা পেঁয়াজকে ৪ টুকরা করে নিতে হবে)
- হলুদ গুড়াঃ সামান্য় (রং হওয়ার জন্য)
প্রণালি
- প্রথমে প্রথমে চিংড়িমাছ,আর মুরগীর মাংস আদা, রসুনবাটা, সাদা গোল মরিচ গুঁড়া ,পাপড়িকা পাউডার ,লবণ দিয়ে মাখিয়ে ২০ মিনিট ঢেকে রেখে দিতে হবে।
- ২০ মিনিট পড় চুলায় একটি ফ্রাইপ্যান দিয়ে ১ টেঃ চামচ তেল দিয়ে মাখানো চিংড়ি আর মুরগির মাংসগুলো তেলে হালকা ভেজে নিতে হবে।
- ভাজা হয়ে গেলে এর সাথে ৪ টুকরো কিউব করে নেওয়া পেঁয়াজ দিয়ে ও হালকা ভেজে নামিয়ে
নিতে হবে।
- সুপ তৈরি
- এবার ঠান্ডা চিকেন স্টক এর সাথে ভেজে রাখা চিংড়ি, মুরগীর মাংস, লবণ, টেস্টিং সল্ট, চিলি সস, সয়াসস, ভিনেগার, ডিমের কুসুম, হলুদ গুঁড়া, লেমন গ্রাস, লেবুর রস, করনফ্লাওয়ার ১/২ কাপ চিকেন স্টক এর সাথে গুলিয়ে ঢেলে দিতে হবে।
- এবার চুলায় দিয়ে মিডিয়াম আঁচে ১০মিনিট রান্না করলেই রেডি রেষ্টুরেন্ট স্বাদের থাই স্যুপ। এবার গরম গরম পরিবেশন করুন থাই স্যুপ।