উপকরণ

  • ফুলকপি-- ছোটো ১ টা
  • আদা/রসুন বাটা-- ১/৪ চা চামচ করে
  • হলুদ গুঁড়া-- ১/২ চা চামচ
  • শুকনা মরিচ টালা-- ৪-৫টি
  • জিরা গুঁড়া-- ১ টে চামচ
  • তেল-- ২ টে চামচ
  • ধনেপাতা কুচি-- ২-৩ টে চামচ
  • ময়দা-- পরিমানমতো
  • লবণ-- স্বাদমতো
  • তেল-- ভাজার জন্যে
     

প্রণালি

আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া ও সামান্য লবন দিয়ে ফুলকপি সেদ্ধ করে নিন। ঠান্ডা করে ফুলকপি চটকিয়ে তার সাথে শুকনা মরিচ, ধনেপাতা কুচি ও জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মাখানো হলে ফুলকপির সাথে ২ টে চামচ তেল, স্বাদমতো লবন ও পরিমানমতো ময়দা দিয়ে ডো করে নিন। পানির দরকার নেই। ফুলকপির পানি দিয়েই ডো করা হয়ে যাবে। পরোটা বেলা যায়-- এমন পরিমান ময়দা দিয়ে ডো করবেন। ডো-টিকে ৭-৮ ভাগে ভাগ করে গোলাকার পরোটা বানিয়ে ছেঁকা তেলে গোল্ডেন করে ভেজে নিন।

** চিকেন ভুনা অথবা আলুর দম দিয়ে গরম গরম পরিবেশন করুন, সকাল কিংবা বিকেলের নাস্তায়



শেয়ার করুন
Facebook Google+ Twitter