উপকরণ

  • ডোয়ের জন্যেঃ
  • আটা/ময়দা-- ২ কাপ
  • ডিম-- ১টি
  • তেল-- ২ টে চামচ
  • লবণ-- সামান্য
  • এছাড়া লাগবেঃ
  • ডিম-- ৫-৬টি
  • লবণ/গোলমরিচ গুঁড়া-- স্বাদমতো
  • তেল-- ভাজার জন্যে

প্রণালি

পরোটার সবকিছু পরিমাণমতো পানি দিয়ে ডো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ১৫ মিনিট।

ডিমের সাথে গোলমরিচ ও লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। প্যান গরম করে পরোটা ভেজে নিন। পরোটা উঠিয়ে প্যানের মাঝখানে ডালের চামচে করে ২-৩ চামচ ফেটানো ডিম দিয়ে পরোটার সাইজে ছড়িয়ে দিয়ে উপরে পরোটা দিয়ে চেপে দিন। দুই-তিন মিনিট আবার একটু ভেজে উঠিয়ে নিন। এইভাবে সব পরোটা ভেজে নিন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter