প্রণালী
ময়দা, কর্ন ফ্লাওয়ার, লবন একসাথে ভাল করে মিশিয়ে নিন।
বাটার কিছুটা নরম করে নিন।(গলানো না, শুধু সফট থাকবে যাতে সহজে মিশে যায়)
বাটার , আইসিং সুগার ভাল করে হুইস্ক বা বিট করে নিন। ৩-৪ মিনিট বিট করে সাথে ময়দার মিশ্রন মিশিয়ে নিন।
একে একে বাকি সব উপাদান মিশিয়ে নিন।
বেকিং পাত্র ফয়েল বা বেকিং পেপার বিছিয়ে নিন।
এখন পাইপিং ব্যাগে ভরে ইচ্ছেমত আকারে সাজিয়ে বেকিং পাত্রে রাখুন। বেক হওয়ার সময় কুকিস আকারে বড় হবে তাই ফাকাফাকা করে রাখুন।এই অবস্থায় নরমাল ফ্রিজে ২০ মিনিট রাখুন।
ওভেন ১৮০সে এ প্রিহিট করুন।
১২ থেকে ১৫ মিনিট বেক করুন। কুকিস রং বদলাতে শুরু করলেই ওভেন বন্ধ করুন। প্রথমে একটু নরম থাকলেও কিছুটা ঠাণ্ডা হলেই কুকিস ক্রিস্পি হয়ে যাবে।
বায়ুরোধী পাত্রে সংরক্ষন করুন।