উপকরণ

  • আলু বোখারা- ১০০ গ্রাম
  • কিশমিশ- ১০০ গ্রাম
  • চিনি- ১০০ গ্রাম
  • সয়াবিন তেল- ২ টেবিল চামচ
  • সরষে- ২ চা চামচ
  • মেথি- আধা চা চামচ
  • মৌরি- ১ চা চামচ
  • শুকনা মরিচ- ২টি
  • লবন- স্বাদমত

প্রণালী

  • আলু বোখারা ও কিশমিশ ২০-২৫ মিনিট ভিজিয়ে রাখুন।
  • কড়াইয়ে তেল দিয়ে সরষে, মেথি, মৌরি, শুকনা মরিচ ও আলু বোখারার মিশ্রণ দিয়ে চিনি দিন। পরিমাণ মতো অল্প লবণ দিন।
  • অল্প আঁচে জ্বাল দিন ও নাড়তে থাকুন ঘন হয়ে গেলে নামাতে হবে।

পোলাও,মাংস বা বিরিয়ানির সঙ্গে পরিবেশন করা যায়। বয়ামে ভরে ফ্রিজেও সংরক্ষণ করা যায়।



শেয়ার করুন
Facebook Google+ Twitter