সাদা খিচুড়ি

খিচুড়ি

সাদা খিচুড়ি
সাদা খিচুড়ি

উপকরণ

  • চিনিগুঁড়া চাল অথবা বাসমতি চাল এক কাপ
  • ১/৪ কাপ মসুর ডাল
  • ১/৪ কাপ মুগ ডাল
  • গাজর ১/৪ কাপ (কিউব করে কাটা)
  • ১/৪ কাপ পেঁয়াজকুচি
  • ১/৪ কাপ মটরশুঁটি
  • আদাবাটা এক চামচ
  • তেজপাতা দুইটি
  • কাঁচা মরিচ ২/৩টি
  • এক চামচ ঘি
  • দারুচিনি দুইটি
  • দুইটি এলাচ
  • তেল ১/৪ কাপ
  • লবণ এক চামচ
  • এবং তিন কাপ গরম পানি

প্রণালি

প্রথমে মুগ ডাল হালকা করে ভেজে নিন। এখন চাল, মুগ ডাল ভাজা এবং মসুর ডাল একসঙ্গে ধুয়ে কুড়ি মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে একপাশে রেখে দিন।

একটি বড় পাত্রে তেল গরম করে নিয়ে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নিন। এখন কিউব করে কেটে রাখা গাজর এবং মটরশুঁটি দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিন। এরপর এলাচ, তেজপাতা, দারুচিনি এবং আদাবাটা দিয়ে আরও মিনিট খানেক ভাজুন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter