উপকরণ

  • আলমারাই ক্রিমচীজ ১৮০ গ্রাম (রুম টেম্পারেচার)
  • হুইপড ক্রিম/ বাটার ক্রিম ১৮০ গ্রাম (তৈরি)
  • আইসিং সুগার ২ টেবিল চামচ

প্রণালি

একটা বাটিতে ক্রিমচীজ নিয়ে বিট করতে হবে, আস্তে আস্তে আইসিং সুগার দিয়ে বিট করতে হবে, তারপর ঘন ক্রিমি ফোম হয়ে আসলে ভ্যানিলা এসেন্স আর হুইপড ক্রিম দিয়ে বিট করুন, ব্যাস হয়ে গেলো ক্রিমচীজ রেডি।
এরপর পাইপিং ব্যাগ এ নিয়ে নিজের ইচ্ছা মতো কেক ডেকোরেশন করুন।
নোট -
১.নরমাল ফ্রিজ এ রেখে দিতে পারেন ৭ দিন ভাল থাকবে।
২.ক্রিম টা কে কালারফুল করতে চাইলে ক্রিম রেডি হয়ে গেলে তাতে নিজের পছন্দ মতো উইলটনের জেল কালার দিয়ে হাল্কা ভাবে মিশিয়ে তারপর ব্যবহার করুন।
৩.নিজের ইচ্ছা মতো ফ্লেভার এড করতে পারেন।
৪.একটা গর্ত বাটিতে ক্রিম তৈরি করবেন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter