অল-বিডি-রেসিপি
ক্যাটাগরি
ব্লগ
নতুন রেসিপি
জনপ্রিয় রেসিপি
সার্চ করুন
অল-বিডি-রেসিপি
×
শেয়ার করুন
চিকেন টিক্কা / তান্দুরি পাউডার মসলা
কুকিং ইনগ্রেডিয়েন্টস
চিকেন টিক্কা / তান্দুরি পাউডার মসলা
উপকরণ
কাশ্মীরি লাল মরিচ এর গুড়া ১ চা চা
ভাজা জিরা গুড়া ১ চা চা
কাস্তুরি মেথি গুড়া ২ টে চা
হ্লুদ গুড়া ১/৪ চা চা
ধনে গুড়া ১/২ চা চা
গরম মসলা গুড়া ( এলাচ ৫ টি , দারচনি ২ টুকরা , তেজপাতা ১ টি , জয়ত্রী ১/২ , জয়ফল ১/২ সবগুলো একসাথে গুড়ো করে নেয়া)
প্রণালি
এই সব একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে টিক্কা মসলা। এই পরিমান টা ১ কেজি চিকেন এর জন্য যথেষ্ট।
শেয়ার করুন
অন্যান্য কুকিং ইনগ্রেডিয়েন্টস রেসিপি
হোমমেইড কাস্টার্ড পাউডার
চাট মসলা
কারি পাউডার
মেয়োনিজ (ডিমসহ ও ডিমছাড়া)!
মোজারেলা চিজ রেসিপি - (রেনেট ছাড়া)
ব্রেডক্রাম্বস
কাসুন্দি
হোমমেড মাংসের মসলা
চিকেন টিক্কা / তান্দুরি পাউডার মসলা
হোমমেড ঘি
ইন্সটেন্ট সয়া সস
শর্মার সসের রেসিপি