মাটন চপ উইথ টমেটো গ্রেভী

মাটন

মাটন চপ উইথ টমেটো গ্রেভী
মাটন চপ উইথ টমেটো গ্রেভী

উপকরণ

  • খাসীর চপ
  • দই আধা কাপ
  • সয়া সস এক টেবিল চামচ
  • লেবুর রস এক টেবিল চামচ
  • মাংসের মশলা এক টেবিল চামচ
  • লবণ সাধ অনুযায়ী
  • পাপড়ীকা পাঊডাড় এক চা চামচ
  • এই সব উপকরণ এক সাথে মিশিয়ে ২ থেকে ৩ ঘণ্টা মেড়ীণেট করুন। পরে কড়াইতে তেল দিয়ে বাদামী রং হওয়া পর্যন্ত ভাজুন মাঝারী আঁচে।
  • টমেটো গ্রেভী এর জন্য যা লাগবে-
  • চপ মেড়ীণেট হোয়াড় সময় টমেটো গ্রেভী করে ফেলুন।
  • টমেটো বড় বড় ৪ টী ছোট টুকরা করে কাটা।
  • তেল ১ চা চামচ
  • পেঁয়াজ একটি কুচি করে কাটা
  • একটি কাঁচামরিচ কুচি করে কাটা
  • একটি জয়োত্রি
  • পানি আধা কাপ
  • একটি কড়াই চুলার উপর নিয়ে তেল দিয়ে সব উপকরণ এক সাথে দিয়ে নরম করে জ্বাল দিন। হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেণ্ড করে নিন টমেটোর মিশ্রণ টী।
  • চপ রান্না করার জন্য যা লাগবে-
  • ভাজা চপ
  • টমেটোর গ্রেভী
  • পেঁয়াজ বড় টুকরা করে কাটা দুই টী
  • আদা কুচি এক টেবিল চামচ
  • রসুন কুচি আধা চা চামচ
  • মাংসের মশলা এক টেবিল চামচ
  • তেল ২ চা চামচ
  • লবণ সাধ অনুযায়ী
  • পানি পরিমাণ মতো

প্রণালি

একটি বড় কড়াইতে তেল গরম দিন মাঝারী আঁচে। পরে আদা কুচি, রসুন কুচি দিয়ে ২/৩ মিনিট ভাজূণ।পোড়ে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ একটু নরম হতে থাকলে টমেটোর গ্রেভী আর মাংসের মশলা দিয়ে দিন। পরে চপ আর লবণ দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন ঢাকনা দিয়ে। পরে পানি দিয়ে দিন পরিমাণ মতো। ঢাকনা দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। প্রয়োজন পরলে আরও পানি দেয়া যাবে।ঝোল ঘন হয়ে আর মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পোলাঊ অথবা রুটির সাথে।



শেয়ার করুন
Facebook Google+ Twitter