পালং শাক ভর্তা

ভর্তা

পালং শাক ভর্তা
পালং শাক ভর্তা

উপকরণ

  • পালংশাক ২০০ গ্রাম
  •  কাঁচা মরিচ/ শুকনা মরিচ ভাজা ৫ থেকে ৬ টি
  • রসুন ২/৩ কোয়া
  • পেয়াজ কুচি ২ টেবিল চামচ।
  • লবণ ও সরিষার তেল -নিজের পছন্দ মত।

প্রণালি

প্রথমে পালংশাক ভাল করে ধুয়ে বড় করে কেটে যে কোন পাত্রে সিদ্ধ করে নিন রসুন ও সাথে দিয়ে দিন। শাক সিদ্ধ হয়ে গেলে পেয়াজ কুচি, মরিচ ও লবণ হাত দিয়ে চটকে মিহি করুন। তারপর সরিষার তেল দিয়ে মাখিয়ে পরিবেশন করুন। শীতের দিনে গরম গরম ভাতের সাথে পালং শাক ভর্তা অনেক সুস্বাদু লাগে।



শেয়ার করুন
Facebook Google+ Twitter