লবণ+মরিচের গুড়ো ছাড়া বাকি সব মসলা তাওয়ায় টেলে আলাদা বাটিতে রাখতে হবে। লবণ আলাদা ভাবে টেলে নিতে হবে। এবার টেলে নেয়া মসলা, লবণ ঠান্ডা হলে সাথে মরিচের গুড়ো, পুদিনাপাতার গুড়ো সব এক সাথে করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে -
---চটপটির মসলা---
★পুদিনা পাতার গুড়ো হাতের কাছে না থাকলে পুদিনা পাতা তাওয়ায় টেলে শুকিয়ে গুড়ো করে নিলেই হবে।