মুরগী(বুকের ও রানের মাংশ) হাড্ডিছাড়াঃ ১কেজি( কিউব করে কেটে ধুয়ে পানি একদম শুকিয়ে নিতে হবে)
টকদইঃ ১/২কাপ(পানি ঝরানো)
ক্রিমঃ ১/২কাপ
লেবুর রসঃ ১/৪কাপ
লবনঃ ১চা চামচ বা পরিমান্মত
পেয়াজের কলি, ধনেপাতা ও কাচামরিচঃ পরিমান্মত নিয়ে পেস্ট করে নিতে হবে
আদা রসুন বাটাঃ১ টেবিলচামচ করে
উপরের সব উপকরন একসাথে মিশিয়ে ২ ঘন্টা রাখুন।
লাল মরিচগুড়োঃ ২চা চামচ
সাদা ও কালো গোল মরিচগুড়োঃ ১চা চামচ করে
গরম মশ্লাগুড়োঃ ১ টেবিলচামচ
প্যাপরিকা গূড়োঃ ১চা চামচ
টালা জিরা ও ধনে গুড়োঃ ২চা চামচ করে
কর্নফ্লাওয়ারঃ ২টেবিলচামচ
উপরের সব গুড়ো মশলা একসাথে মিশিয়ে মেরিনেট করা মাংসের সাথে মিশিয়ে আবার ৪-৫ ঘন্টা বা সারারাত ফ্রিজে রাখুন।
সরিষার তেলঃ ১/৪কাপ
মাখনঃ ১/৪কাপ
কাঠের কাঠি বা লোহার শিকঃ ৩-৪ পিস
কয়লাঃ২পিস
মেরিনেট করা মুরগীর সাথে তেল ও মাখন মিশিয়ে নিন।তেল আগে মিশালে মুরগীতে অন্য মশলা থিকভাবে ঢুকবে না।