উপকরণ

 

  • আদাবাটা দেড় চা-চামচ
  • রসুনবাটা ১ চা-চামচ
  • পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ
  • পেস্তা-আমন্ড-কাজুবাটা ১ টেবিল-চামচ
  • লেবুর রস ২ টেবিল-চামচ
  • টমেটো সস ২ টেবিল-চামচ
  • তেল ২ টেবিল-চামচ
  • লবণ স্বাদমতো
  • সাদা গোলমরিচগুঁড়া ১ চা-চামচ
  • গরম মসলার গুঁড়া ১ চা-চামচ
  • মরিচগুঁড়া আধা চা-চামচ
  • পনিরকুচি ৪ টেবিল-চামচ
  • কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ
  • মালাই ১ কাপ
  • মুরগির হাড় ছাড়া বুকের মাংস কিউব করে কাটা আধা কেজি

প্রণালি

সিকি কাপ মালাই ও বাকি সব উপকরণ দিয়ে মাংস মেখে ১ ঘণ্টা রাখতে হবে।

সাসলিক কাঠিতে ৫-৬টি করে মাংসের টুকরা গেঁথে নিতে হবে।

ননস্টিক গ্রিল প্যান অল্প আঁচে ২০ মিনিট চুলায় রাখতে হবে।

এরপর মাংসভরা কাঠি দিয়ে মাঝারি জ্বালে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে হবে।

হয়ে এলে নামিয়ে পরিবেশন পাত্রে মাংসের কাঠি সাজিয়ে মালাই দিয়ে পরিবেশন করতে হবে।



শেয়ার করুন
Facebook Google+ Twitter