ইলিশ মাছের কোরমা

ইলিশ

ইলিশ মাছের কোরমা
ইলিশ মাছের কোরমা

উপকরণ

  • ইলিশ মাছ- ৪ টুকরা
  • ঘি- ১ টেবিল চামচ
  • সয়াবিন তেল- ১/৪ কাপ
  • পেঁয়াজ কুচি- আধা কাপ
  • লবণ- স্বাদ মতো
  • পেঁয়াজ বাটা- ১/৪ কাপ
  • কাজুবাদাম বাটা- দেড় টেবিল চামচ
  • মরিচের গুঁড়া- আধা চা চামচ
  • জিরার গুঁড়া- আধা চা চামচ
  • টক দই- ১/৪ কাপ
  • কাঁচামরিচ- কয়েকটি
  • তরল দুধ- আধা কাপ
  • চিনি- ১ চা চামচ
  • পেঁয়াজ বেরেস্তা- ১/৪ কাপ

প্রণালি

প্যানে তেল ও ঘি একসঙ্গে গরম করুন। গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। পেঁয়াজ নরম হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দিন। কয়েক মিনিট নেড়ে বাদাম বাটা দিন। জিরার, গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিন। সামানয পানি দিয়ে কষিয়ে নিন সব মসলা। তেল উঠে আসলে টক দই দিয়ে নাড়ুন। টক দই দেওয়ার আগে ভালো করে পানি ঝরিয়ে ও ফেটিয়ে নেবেন। ফালি করা কাঁচামরিচ ও ১ কাপ পানি দিন। মিশ্রণটি ফুটে উঠলে ইলিশের টুকরা দিন। ঢাকনা দিয়ে ঢেকে ৪ থেকে ৫ মিনিট রান্না করুন। চুলার আঁচ মিডিয়াম থাকবে। ঢাকনা তুলে মাছ উল্টে দিন। ঢাকনা দিয়ে ঢেকে আরও ৫ মিনিট অপেক্ষা করুন। ঢাকনা তুলে তরল দুধ ও চিনি দিন। পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ভেঙে দিয়ে নেড়ে দিন। দুই মিনিট রান্না করুন ঢেকে। তেল উঠে আসলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ  কোরমা।



শেয়ার করুন
Facebook Google+ Twitter