উপকরণ

  • গরুর মাংসঃ ১ কেজি
  • তেলঃ ১ কাপ
  • পেঁয়াজ কুচিঃ ২ কাপ
  • মেথিঃ ১ চা চামচ
  • আদা বাটাঃ ১ চা চামচ
  • রসুন বাটাঃ ১ চা চামচ
  • এলাচঃ ৫ টা
  • দারুচিনিঃ ৪ টা (মাঝারি)
  • লবণঃ পরিমাণমতো
  • পানিঃ ১ লিটার
  • কাঁচামরিচঃ ১০ টা
  • লেবুপাতাঃ ৫ টা

প্রণালি

Step 1
গরম তেলে মেথি হালকা করে ভাজুন।
Step 2
এরপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে নাড়ুন।
Step 3
একটু কষে গেলে গরুর মাংস ও পানি ঢেলে দিন।
Step 4
মৃদু আঁচে ৪০ মিনিট ধরে গরুর মাংস গলান।
Step 5
মাংস গলে গেলে নামানোর পাঁচ মিনিট আগে কাঁচামরিচ, লেবুপাতা ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল গরুর মাংস ও লেবুপাতার কোরমা।



শেয়ার করুন
Facebook Google+ Twitter