থাই চিলি বিফ

বীফ

থাই চিলি বিফ
থাই চিলি বিফ

উপকরণ

  • গরুর মাংস, হাড়ছাড়াঃ ৪০০ গ্রাম
  • গোলমরিচ গুঁড়াঃ ১ চা চামচ
  • পেঁয়াজ, মোটা কুচিঃ ১ কাপ
  • কাঁচা মরিচঃ ৪-৫ টি
  • লবণঃ পরিমাণমতো
  • শুকনা মরিচঃ ২ টি
  • চিনিঃ ১/২ চা চামচ
  • সয়াবিন তেলঃ ৮ টেঃ চামচ
  • রশুন ছেঁচাঃ ৬ কোয়া
  • ফিশ সসঃ ১ টেঃ চামচ
  • ধনেপাতা কুচিঃ ১ টেঃ চামচ
  • স্বাদলবণঃ ১/২ চা চামচ
  • থাই চিলি সসঃ ১/৪ কাপ
  • পাপরিকাঃ ১ চা চামচ
  • সয়াসসঃ ২ টেঃ চামচ
  • আদা বাটাঃ ১ চা চামচ
  • রসুন বাটাঃ ১ চা চামচ
  • টমেটো সসঃ ১/৪ কাপ
  • সসের জন্য
  • শুকনা মরিচঃ ১২ টি
  • রশুনঃ ৮ কোয়া
  • আখের গুড়ঃ ১ টেঃ চামচ
  • সিরকাঃ ১/৩ কাপ
  • সয়া সসঃ ২ টেঃ চামচ
  • অলিভ অয়েলঃ ২ টেঃ চামচ
  • গোলমরিচঃ ১/২ চা চামচ
  • পানিঃ ১/৪ কাপ

প্রণালি

Step 1
হাড় ছাড়া মাংস ২ ইঞ্চি লম্বা ও ১ ইঞ্চি চওড়া আন্দাজ কেটে হাতুড়ি/শিলপাটা দিয়ে অল্প থেঁতো করে সয়াসস দিয়ে মাখিয়ে ২৫-৩০ মিনিট রাখতে হবে।
Step 2
গরম তেলে রশুন বাদামি রং করে মাংস দিয়ে বাদামি রং করে ভেজে ওঠাতে হবে।
Step 3
ঐ তেলে শুকনা মরিচ ও পেঁয়াজ দিয়ে ভাজতে হবে।
Step 4
পেঁয়াজ নরম হলে আদা রসুন বাটা দিতে হবে।
Step 5
টমেটো সস দিতে হবে।
Step 6
মরিচ গুঁড়া, লবণ, স্বাদলবণ ও চিনি দিতে হবে।
Step 7
পাপরিকা, গোলমরিচের গুঁড়া, ফিশ সস দিয়ে নামিয়ে থাই চিলি সস দিয়ে মাংসের ওপর ঢেলে দিতে হবে।
থাই চিলি বিফ তৈরি



শেয়ার করুন
Facebook Google+ Twitter