আলু পুরি

নাস্তা

আলু পুরি
আলু পুরি | Alu Puri

উপকরণ

  • ময়দা কাপ
  • লবণ স্বাদমতো
  • ঘি চামচ
  • পানি পরিমাণমতো
  • সেদ্ধ আলু কাপ
  • ধনেপাতা কুচি চামচ
  • শুকনা মরিচ চা চামচ
  • পেঁয়াজ কিমা চামচ
  • কাঁচামরিচ চামচ

প্রনালি

  • প্রথমে একটি বাটিতে ময়দা, লবণ, সান প্রিমিয়াম ঘি পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে ময়ান তৈরি করুন।
  • আরেকটা বাটিতে সেদ্ধ আলু, লবণ, ধনেপাতা কুচি, শুকনা মরিচ, পেঁয়াজ কিমা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে পুর তৈরি করুন। এবার ময়ান বেলে খামির মাঝখানে পুর দিয়ে পুরি আকারে বানিয়ে নিন।
  • ফ্রাইপ্যানে সান প্রিমিয়াম ঘি দিন। ঘি গরম হয়ে গেলে পুরিগুলো ঘিতে ভেজে নিন। ভাজা হলে নামিয়ে কেটে পরিবেশন করুন মজাদার আলুপুরি।



শেয়ার করুন
Facebook Google+ Twitter