ইলিশ-পটলের দোলমা

মাছ

ইলিশ-পটলের দোলমা
ইলিশ-পটলের দোলমা

উপকরণ

  • পটল বড় সাইজের ১২ থেকে ১৪টি
  • আদা বাটা আধা চা চামচ
  • ইলিশ মাছের কাঁটা বাছা সেদ্ধ কিমা দেড় কাপ
  • কাঁচামরিচ কুচি ১ চা চামচ
  • পেঁয়াজ মিহি কুচি আধা কাপ
  • লবণ পরিমাণমতো
  • হলুদের গুঁড়া আধা চা চামচ ও তেল ৩ টেবিল চামচ

 

প্রণালি

১· তেল গরম করে আদা বাটা ও পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ নরম হলে হলুদ, লবণ ও মাছের কিমা দিয়ে ভুনতে হবে। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে।
২· পটলের দুই মাথা না কেটে পাতলা করে খোসা কেটে বাদ দিয়ে লম্বায় পটলের একদিক চিড়ে ভেতরের বিচি বের করে নিয়ে রান্না করা ইলিশের কিমা ভালোভাবে ঠেসে ভরতে হবে।

উপকরণ

  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • আদা বাটা আধা চা চামচ
  • সাদা গোলমরিচ বাটা আধা চা চামচ
  • জিরা বাটা আধা চা চামচ
  • পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
  • পোস্তদানা বাটা ১ টেবিল চামচ
  • গরম মসলার গুঁড়া আধা চা চামচ
  • কাঁচামরিচ ৫-৬টি
  • তেল আধা কাপ
  • চিনি ১ চা চামচ
  • টক দই ৩ টেবিল চামচ
  • ও পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ

প্রণালি

তেল গরম করে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ নরম হলে সব বাটা মসলা কষিয়ে লবণ, টক দই ও পানি দিতে হবে। ফুটে উঠলে পটল দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। পটল সেদ্ধ হলে চিনি, গরম মসলার গুঁড়া ও কাঁচামরিচ দিতে হবে। বেরেস্তা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।



শেয়ার করুন
Facebook Google+ Twitter