মুরগির মোসাল্লাম

মুরগি

মুরগির মোসাল্লাম
মুরগির মোসাল্লাম

উপকরণ

  • এক কেজি ওজনের আস্ত মুরগি ১টি
  • পেঁয়াজ বাটা ১ কাপ
  • কাঁচা মরিচ ৫টি
  • রসুন বাটা ২ টেবিল চামচ
  • আদা বাটা ৩ টেবিল চামচ
  • ধনে গুঁড়া ২ চা চামচ
  • সয়াবিন তেল বা ঘি ১ কাপ
  • ঘি ৩ টেবিল চামচ
  • দই আধা কাপ
  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
  • গরম মসলা গুঁড়া ১ চা চামচ
  • কাজু ও পোস্ত বাটা ৩ টেবিল চামচ
  • কিশমিশ বাটা ২ টেবিল চামচ
  • কেওড়া পানি ১ চা চামচ
  • আলু সিদ্ধ ২টি
  • ডিম সিদ্ধ ২টি
  • কাজু ও পেস্তা কুচি মিলিয়ে একসঙ্গে ৩ টেবিল চামচ
  • লবণ পরিমাণমতো

প্রণালি

মুরগির ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নিন।২. সিদ্ধ ডিম ও আলু সামান্য লবণ দিয়ে ভেজে নিন।৩. এবার ডিম ও আলু মুরগির পেটের ভেতর ঢুকিয়ে হাত, পা ও পেট ভালো করে সেলাই করে হালকা ভেজে নিন।৪. ওই তেলে সব মসলা কষিয়ে নিন।৫. মসলা কষানো হলে মুরগি দিন। অল্প অল্প করে দই দিন। মাখা মাখা হয়ে এলে কাজু ও পেস্তা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ ও কেওড়া দিয়ে নামিয়ে নিন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter