অরেঞ্জ লেমন চিজ কেক

কেক

অরেঞ্জ লেমন চিজ কেক
অরেঞ্জ লেমন চিজ কেক

উপকরণ

বিস্কুট গুঁড়ো - ১ কাপ
চিনি-১ চামচ
বাটার -৫/৬ টেবিল চামচ
# প্রনালি-১
-উপরের সব উপকরণ এক সাথে মিশিয়ে নিয়ে এবার কেক মোল্ডে দিয়ে হাত দিয়ে চেপে সমান করে নিয়ে ফ্রিজে ১০ মিনিট রাখতে হবে।

প্রণালি

ক্রিম চীজ- ২০০ গ্রাম
কন্ডেসড মিল্ক- ১/২ টিন
চায়না গ্রাস গলানো - ১/৩ কাপ
অরেঞ্জ জুস-১/৪ কাপ
অরেঞ্জ রাইন্ড- ১ চামচ
# প্রণালি-২
-উপরের সব উপকরন একসাথে ব্লেন্ডারে দিয়ে ১ মিনিট মিক্স করে নিয়ে মোল্ডে বিস্কুটের লেয়ারের উপর দিয়ে আবার ফ্রিজে সেট হওয়ার জন্য ৪/৫ ঘন্টা রাখতে হবে।
-সেকেন্ড লেয়ার সেট হয়ে গেলে ১/২ প্যাকেট লেমন ফ্লেভার জেলি নিয়ে প্যাকেটের গায়ে লেখা নিয়ম অনুযায়ী তৈরি করে নিয়ে ঠান্ডা করে চিজের লেয়ারের ওপর দিয়ে আবার ফ্রিজে ১ ঘন্টার জন্য সেট হতে দিতে হবে।



শেয়ার করুন
Facebook Google+ Twitter