উপকরণ

  • দুধ - ২ কাপ (ঘন)
  • চিনি - ১/৪ কাপ
  • কফি - ১ টেবিল চামচ
  • কোকো পাউডার - ১ টেবিল চামচ

প্রণালি

দুধ জাল দিয়ে ঘন করে নিতে হবে, এরপর ঠান্ডা হলে ৮-১০ মিনিট এর জন্য ডীপ ফ্রিজে রাখতে হবে, তারপর একটা ব্লিন্ডারে ডীপে রাখা দুধ, চিনি, কফি, কোকো পাউডার দিয়ে ২-৩ মিনিট ব্লিন্ড করলেই কোল্ড কফি তৈরি।
এরপর গ্লাসে ঢেলে উপরে কোকো পাউডার আর বরফ কুচি দিয়ে পরিবেশন করুন দারুন মজাদার কোল্ড কফি।



শেয়ার করুন
Facebook Google+ Twitter