উপকরণ

  • ম্যাগি নুডুলস – ২ প্যাকেট
  • ডিম – ১ টি
  • পেঁয়াজ কুচি – ২ টি
  • ময়দা / কর্ণ ফ্লাওয়ার – পরিমাণ মত
  • ম্যাগি মশলা
  • আলু বা গাজর কুচি
  • অল্প করে
  • লবন – সামান্য,তেল ।

প্রণালি

নুডুলস হালকা সিদ্ধ করে তার সাথে সব উপকরণ মাখিয়ে নিতে হবে । এবার বলের আকারে করে তেলে ভাজতে হবে ।সোনালি রঙের হলে তুলে ফেলতে হবে । ব্যাস , হয়ে গেল নুডুলস বল ।টমেট সস দিয়ে খান মুচমুচে নুডলস বল.



শেয়ার করুন
Facebook Google+ Twitter