মিক্সড ব্ল্যাক ডাল

ডাল

মিক্সড ব্ল্যাক ডাল
মিক্সড ব্ল্যাক ডাল

উপকরণ

আস্ত মাশকলাই ডাল-- ১০০ গ্রাম

  • আস্ত মুগ ডাল-- ১০০ গ্রাম
  • আস্ত বুটের ডাল-- ১০০ গ্রাম
  • মথ বীন/শীমের বিচি- ১০০ গ্রাম
  • পিয়াজ কুচি-- বড়ো ৩-৪টি
  • আদা কুচি-- ৩/৪ ইঞ্চি
  • কাঁচামরিচ কুচি-- ৩-৪টি
  • বাটার-- ৬০ গ্রাম
  • হলুদ গুড়া-- সামান্য
  • গরমমসলা গুড়া-- ৪ চা চামচ
  • লবন-- সাদমতো

প্রণালি

ডাল রান্না করার আগের রাতে সব ডাল একসাথে ধুয়ে ২ লিটার পানি দিয়ে একটি বড়ো হাঁড়িতে(যে হাঁড়িতে রান্না করবেন)সারারাত ভিজিয়ে রাখুন।

পরের দিন ডালের হাঁড়িটি হাই হিটে চুলায় বসিয়ে তাতে পিয়াজ,আদাকুচি, হলুদ,
কাচামরিচ,বাটার ও পরিমানমতো লবন দিয়ে ঢাকনা দিয়ে দিন।ফুটে উঠলে আঁচ কিছুটা কমিয়ে দুই-আড়াই ঘন্টা রান্না করুন।মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে আবার ঢেকে দেবেন।আড়াই ঘন্টা পর গরমমসলা মিশিয়ে আরও ১৫ মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলু।

** গরম গরম পরিবেশন করুন-- চাপাতি,নান কিংবা পরোটার সাথে।



শেয়ার করুন
Facebook Google+ Twitter