ডিম
ডিমের কোরমা রান্নার সহজ রেসিপি
প্রণালী
- প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে।
- যখন প্যানটি গরম হয়ে যাবে তখন সিদ্ধ ডিম গুলো একটু ভেজে নিতে হবে।
- এবার এটি তুলে এই তেলের ভিতর দিতে হবে এক কাপ পরিমাণ পেয়াজের পেস্ট।
- এখন পেয়াজের যে পানি ভাব আছে সেটি শুকিয়ে নিতে হবে।
- এবার এর ভিতর এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিতে হবে।
- এখন এর সাথে ঘি দিতে হবে এক টেবিল পরিমাণ।
- এবার এই দুইটি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
- এরপর এর ভিতর তেজপাতা দিয়ে দিতেহবে দুইটি।
- এখন দারুচিনি দিয়ে দিতে হবে একটা বড় সাইজের মত।
- এবার এলাচ দুইটি, লবঙ্গ তিন চারটি, গোলমরিচ পাচ ছয়টি দিতে হবে।
- এখন তিন থেকে চার মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে।
- এবার এটি ভাজা হয়ে গেলে এত দিতে হবে এক টেবিল চামচ রসুন বাটা।
- এরপর দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট।
- এখন এর ভিতর মেশাতে হবে স্বাদ মত লবণ।
- এগুলো ভাজা হয়ে গেলে এর ভিতর দিতে হবে এক কাপ পরিমাণ পানি দিতে হবে।
- এখন চারপাচটা কাচা ঝাল ভেঙ্গে দিতে হবে এর ভিতর ।
- এবার এর ভিতর ডিম গুলা দিয়ে দিতে হবে।
- ডিম দেওয়ার পর এগুলোকে ঢাকনা দিয়ে পাচ মিনিট ঢেকে রাখতে হবে।
- এরপর এর ভিতর এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিতে হবে।
- এখন এটিতে ঢাকনা না দিয়ে প্রায় পাচ মিনিটের মত রান্না করতে হবে।
- একটু পর পর এটাতে আপনাকে একটু নেড়ে দিতে হবে।
- এবার এক কাপ পরিমাণ পেয়াজ ভাজি এর উপর ছড়িয়ে দিতে হবে।
- তাহলে এটি তৈরী হয়ে যাবে।