কে,এফ,সি স্টাইল_ক্রিস্পি_চিকেন_ফ্রাই

চিকেন ফ্রাই

কে,এফ,সি স্টাইল_ক্রিস্পি_চিকেন_ফ্রাই
কে,এফ,সি স্টাইল_ক্রিস্পি_চিকেন_ফ্রাই

উপকরণ

  • *চিকেন মেরিনেটের জন্য -
  • মুরগির মাংস-৬পিস(যে কোন অংশ)
  • আদা বাটা-1 টে,চামচ
  • রসুন বাটা-1/2টে,চামচ
  • লবণ-1টে,চামচ-স্বাদমত
  • গোলমরিচ গুড়া-1/2 চা,চামচ
  • লালমরিচ গুড়া-1টে,চামচ
  • সয়াসস-2টে,চামচ
  • মিক্সড হার্বস-1টে,চামচ(অপশনাল)
  • ডিম-1টি
  • লেবুর রস-1চা,চামচ
  • *কোটিং এর জন্য 1-
  • তরল দুধ-2কাপ/অথবা-পানি
  • *কোটিং এর জন্য 2-
  • ময়দা-2কাপ
  • ক র্নফ্লাওয়ার-আধা কাপ
  • পাপরিকা/লাল মরিচ গুড়া-1টে,চামচ
  • লবণ -আধা চা,চামচ
  • সাদা গোল মরিচ গুড়া-আধা চা,চামচ
  • তেল -ভাজার জন্য

প্রণালী

মাংস ধুয়ে এতে মেরিনেটের সব মসলা মেখে 1/2 ঘন্টা রেখে দিন।
এবার কোটিং-2 এর সব উপকরণ একসাথে মিশিয়ে ছাকনী তে চেলে নিন।
এবার কোটিং -1 এর জন্য একটি পাত্রে তরল দুধ সাথে ডিম মিশিয়ে নিন/যদি পানি নেন তবে ডিম ঊপরের মেরিনেটের সাথে মিশিয়ে নিন।
এবার মেরিনেট থেকে মাংস তুলে ময়দার যে মিশ্রন আছে তার মধ্যে রেখে হাতের মুঠো দিয়ে দুই/তিন মিনিট চেপে চেপে নিতে হবে।
এবার কোটিং থেকে তুলে কোটিং-1 এর মিশ্রণ এ ডুবিয়ে দিতে হবে।আমি ডিম মেরিনেটের সাথে মিশিয়ে ময়দার কোটিং করে শুধু পানিতে ডুবিয়ে নিয়েছি 3/4মিনিটের জন্য ।
এবার পানি থেকে তুলে আবার আগের নিয়মে ময়দায় কোট করে নিয়েছি ।
তেল গরম করে ডুবো তেলে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি 9/10 মিনিট।
টিপস-আগে থেকেই পানি থেকে তুলে রাখবেন না,এতে ক্রিস্পি থাকবেনা।
প্রতিবার চুলা থেকে এক ব্যাচ নামিয়ে আবার রেডি করে তেলে দিবেন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter