কালো জিরার গুনাগুন

টিপস

কালো জিরার গুনাগুন
কালো জিরার গুনাগুন

কা‌লো‌জিরা যার গু‌ণের কোন শে‌ষ নেই কি তেল, ‌কি মধু বা শুধু কা‌লো‌জিরা যেভা‌বেই খাই না কেন তা আমা‌দের শরী‌রের জন্য খুব উপকা‌রি । আমা‌দের ন‌বীজী (সঃ)ও কা‌লো‌জিরা এবং মধু খাওয়ার কথা ব‌লে গে‌ছেন ।
কা‌লো‌জিরার গুণ সমূহ :
🌿: কা‌লো‌জিরা ফুসফুস‌কে সুস্থ রাখে
২:🌿 ঘু‌মের পূ‌র্বে একগ্লাস কুসুম গরম দু‌ধের সা‌থে কা‌লো‌জিরা মধু মি‌শি‌য়ে খে‌লে ঘুম ভা‌লো হ‌বে ও অনিদ্রা দূর হ‌বে ।
🌿: শিশু‌দের রোগ প্র‌তি‌রোধ ক্ষমতা বৃ‌দ্ধির জন্য নিয়‌মিত কা‌লো‌জিরা মধু খাওয়া তে পা‌রেন ।
🌿কা‌লো‌জিরা মধু শরী‌রের ব্যাথা বেদনা উপশমে সহায়তা ক‌রে ।
🌿: নারী পুরু‌ষের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা ক‌রে।
সর্বপ‌রি শরী‌রের পি এইচ ভারসা‌ম্যে সহায়তা ক‌রে
৬:🌿 চেহারায় ব‌লি রেখা পর‌তে দেয় না।
‌যেসব শিশু ও বৃদ্ধ সরাস‌রি কা‌লি‌জিরা খে‌তে পা‌রে না তা‌দের‌কে হারবাল চি‌কিৎসকবৃন্দ কা‌লো‌জিরা মধু খে‌তে পরামর্শ দি‌য়ে থা‌কেন।
তাই আসুন আমরা নিয়‌মিত কা‌লো‌জিরা ও কা‌লো‌জিরা মধু সেবন ক‌রি।



শেয়ার করুন
Facebook Google+ Twitter