উপকরণ
- বেসন - 2 কাপ
- সুজি - 2 টেবিল চামচ
- আদা বাটা - 1 চা চামচ
- কাঁচা লঙ্কা বাটা - 1/2 চা চামচ
- হলুদ - 1/2 চা চামচ
- লেবুর রস - 2 টেবিল চামচ
- বেকিং পাউডার - 1 চা চামচ
- বেকিং সোডা - 1/2 চা চামচ
- নুন
- চিনি
- ফোড়নের জন্য:
- কারি পাতা - 7-8 টি
- কালো সরষে - 1 চা চামচ
- কাঁচা লঙ্কা কুচি - 2-3 টি
- তেল - 1 টেবিলচামচ
- জল - 5 টেবিল চামচ
- নুন
- চিনি
প্রণালী
- বেসনটা ভাল করে চেলে নিতে হবে যাতে ওর মধ্যে কোন দানা না থাকে।
- বেসন, সুজি, ও লেবুর রস জল দিয়ে মেখে ব্যাটার বানিয়ে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। ব্যাটারটা মাঝামাঝি হবে যেন খুব পাতলা না হয়।
- 20 মিনিট পর নুন, চিনি, আদা, লঙ্কা বাটা, সামান্য হলুদ, 2 চা চামচ তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।
- ধোকলা বানানোর পাত্রে তেল মাখিয়ে নিতে হবে।
- এবার আরেকটি বড় পাত্রে জল ফুটতে দিতে হবে।
- এখন ধোকলা ব্যাটারে বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে দ্রুত হাতে ভালো করে মিক্স করে নিতে হবে। মেশানো হলে সাথে সাথে ধোকলার পাত্রে ঢেলে দিতে হবে।
- জল ফুটতে শুরু করলে স্টিমের ওপরে একটি স্ট্যান্ড রেখে তার ওপর ধোকলার পাত্রটা বসিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে কম আঁচে রাখুন।
- 20 মিনিট পর কাঁটা চামচ দিয়ে পরীক্ষা করুন। কাঁচা থাকলে আরো 5 মিনিট হতে দিন।
- রান্না সম্পূর্ণ হয়ে গেলে ধোকলার পাত্র ঠান্ডা করে একটি প্লেটে উল্টো করে ধরে চাপ দিলেই ধোকলা বেরিয়ে আসবে।
- এবার পছন্দমতো পিস করে নিন।
- ফোড়ন -
- ছোট একটা পাত্রে 1 টেবিল চামচ তেল গরম করে ওর মধ্যে 1 চা চামচ কালো সরষে, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, সামান্য 1/2 চা চামচ নুন, 1 টেবিল চামচ চিনি দিয়ে 5 টেবিল চামচ জল, 1/2 চা চামচ লেবুর রস দিয়ে নাড়তে হবে।
- চিনি গলে এলে গ্যাস বন্ধ করে ধোকলার ওপর এই ফোড়ন তেলটা ছড়িয়ে দিন।