উপকরণ

  • বড় বাঁধাকপি ১টি
  • দুধ ২ কেজি
  • গুঁড়া দুধ ২ কাপ
  • খেজুরের গুড় আধা কেজি
  • চিনি ১ কাপ
  • চালের গুঁড়া ১ কাপ
  • ছোট এলাচ ৪টি
  • দারচিনি ২ টুকরা
  • পেস্তাবাদাম, কিশমিশ, গোলাপজল

প্রণালি

বাঁধাকপির ভেতরের সাদা অংশ কুচি কুচি করে কেটে নিন। এগুলো একটি পাত্রে অল্প সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। এবার একটি পাত্রে দুধ, চালের গুঁড়া, এলাচ, দারচিনি, পেস্তাবাদাম, পানি ঝরানো কপি দিয়ে অল্প আঁচে নাড়ুন। আলাদা একটি পাত্রে গুড় অল্প পানি দিয়ে আঁচে রাখুন। পায়েস আঠালো হয়ে এলে নামানোর আগে গুড়ের পানি (রস) মিশিয়ে দিন। দুধ না ফাটার জন্য এই ব্যবস্থা। চুলা থেকে নামিয়ে কিশমিশ, পেস্তাবাদাম দিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter