ভ্যানিলা আইসক্রিম

আইসক্রিম

ভ্যানিলা আইসক্রিম
ভ্যানিলা আইসক্রিম

উপকরণ

  •  হেভি ক্রিম ২০০ মিলি
  • কনডেন্সড মিল্ক আধা কাপ (মিষ্টি কম বেশির উপর পরিমাণ কমাবেন বা বাড়াতে পারেন)
  • ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ

প্রণালি

ফ্রিজ থেকে সদ্য বের করা হেভি ক্রিম বিটার দিয়ে বিট করুন। ‘সফট পিক’ বা চূড়ার মতো হলে কনডেন্স মিল্ক, ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো মতো মিশিয়ে পরিষ্কার প্লাস্টিক কন্টেইনার বা বাক্সে ডিপ ফ্রিজে ছয় থেকে আট ঘণ্টার জন্য রেখে দিতে হবে। এরপর পরিবেশন করুন।



শেয়ার করুন
Facebook Google+ Twitter