আনারস মুরগির বারবিকিউ

বারবিকিউ

আনারস মুরগির বারবিকিউ
আনারস মুরগির বারবিকিউ

উপকরণ

  • চামড়াসহ গোটা মুরগি ১টি
  • গ্রেট করা আনারস ১ কাপ
  • আদা-রসুনগুঁড়া ১ চা-চামচ করে
  • রোস্টেড চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ
  • গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ
  • রোজমেরি ১ টেবিল চামচ
  • বারবিকিউ সস কোয়ার্টার কাপ
  • হলুদ সরিষাবাটা ১ টেবিল চামচ
  • মধু ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • জলপাই তেল ২ টেবিল চামচ ও সাজানোর জন্য গাজর
  • আনারস ও বেবি কর্ন কয়েক টুকরা। 

প্রণালী

প্রথমে মুরগি পরিষ্কার করে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে মুছে নিন। একটি বাটিতে গ্রেট করা আনারস, আদা-রসুনগুঁড়া, রোজমেরি, বারবিকিউ সস, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, সরিষাবাটা, মধু, লবণ জলপাই তেল একসঙ্গে ভালো করে মেশান। ওভেন ২০০ ডিগ্রি তাপে প্রি-হিট করতে দিন। অন্যদিকে মসলার মিশ্রণটা মাংসের সবদিকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করুন ২-৩ ঘণ্টা। এবার বেকিং ট্রেতে মুরগি রেখে চারদিকে গাজর আনারসের টুকরোগুলো সাজিয়ে ৫০-৬০ মিনিট বেক করুন।
 



শেয়ার করুন
Facebook Google+ Twitter