উপকরণ
- বাসমতী চাল - 4 কাপ
- চিকেন - 800 গ্রাম
- পেঁয়াজ - 2 টি (কুচানো)
- এলাচ - 2 টি
- লবঙ্গ - 2 টি
- দারচিনি - 1 ইঞ্চি
- তেজপাতা - 2 টি
- আদা-রসুন বাঁটা - 2 টেবিল চামচ
- জিরে গুঁড়ো - 1/2 টেবিল চামচ
- ধনে গুঁড়ো - 1/2 টেবিল চামচ
- শাহী গরম মসলা - 1/2 টেবিল চামচ
- পোলাও মসলা - 1 টেবিল চামচ
- টক দই - 1 টেবিল চামচ
- ভিনিগার/লেবুর রস - 1 টেবিল চামচ
- কাঁচা লঙ্কা বাঁটা
- নুন
- হলুদ
- তেল
- ঘি
- জল - 7 কাপ
প্রণালী
- চিকেন ধুয়ে ওর মধ্যে অর্ধেক আদা রসুন বাটা, একটু ধনে-জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাঁটা, টক দই, ভিনেগার/লেবুর রস, নুন, হলুদ, একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে 1 ঘন্টা ম্যারিনেট করতে দিতে হবে।
- চাল ভালো করে ধুয়ে জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে।
- এখন একটা কড়াইয়ে তেল ও ঘি গরম করে ওতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর কুচানো পেঁয়াজ দিয়ে হালকা ভাজা হলেই ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ে দিতে হবে।
- এবার একে একে বাকি আদা রসুন বাটা, ধনে-জিরে গুঁড়ো দিয়ে বেশি আঁচে কষতে হবে।
- 5 মিনিট পর পোলাও মসলা, শাহী গরম মসলা ও টমেটো কুচি দিয়ে মিডিয়াম আঁচে কষতে হবে ভাল করে।
- 10-15 মিনিট কষতে থাকুন মসলা ধরে এলে একটু জল ছিটিয়ে নিন। নুন চেখে প্রয়োজন হলে একটু নুন দিতে পারেন।
- মসলা থেকে তেল ছেড়ে এলে 1 কাপ জল দিয়ে কম আঁচে চিকেন 10 মিনিট সেদ্ধ করে নিন।
- এখন ঢাকা খুলে বাকি জলটা (6 কাপ) দিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিন।
- ভালো ভাবে নেড়েচেড়ে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে কম আঁচে 15 মিনিট রান্না হতে দিন।
- 15 মিনিট পর গ্যাস বন্ধ করে আরো 5-7 মিনিট রেখে তারপর ঢাকা খুলে পরিবেশন করুন।